Osmocote 13-13-13 (Thailand)
Osmocote 13-13-13 (Thailand) Price range: ৳ 350.00 through ৳ 2,800.00
Back to products
Mancer 75WP - Fungicide
Mancer 75WP - Fungicide Price range: ৳ 170.00 through ৳ 750.00

তাসলা ১০ ডব্লিউপি – মশা, মাছি, তেলাপোকা, ছারপোকা ও পিঁপড়া ধ্বংসে কার্যকরী (৩০ গ্ৰাম)

Original price was: ৳ 88.00.Current price is: ৳ 85.00.

পরিচিতিঃ
• তাসলা ১০ ডব্লিউ পি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন পাইরিথ্রয়েড জাতীয় কীটনাশক।
• এটি সহজে ব্যবহারযোগ্য ও কারিগরীভাবে উন্নত যা ঘরের ভিতরে এবং বাইরের ড্রেন, নালা ও গর্তে বসবাসকারী ক্ষতিকর বিভিন্ন কীটপতঙ্গ দমনে কার্যকর।
• তাসলা ১০ ডব্লিউ পি এর প্রতি কেজিতে ১০০ গ্রাম ল্যামডা-সাইহ্যালোথ্রিন আছে।

প্রয়োগক্ষেত্রঃ
• মশা, মাছি, তেলাপোকা, ছারপোকা, পিঁপড়া ইত্যাদি ছাড়াও জনস্বাস্থ্য রক্ষায় ও গৃহস্থালীতে বিদ্যমান বিভিন্ন ক্ষতিকর পোকা দমনে তাসলা ১০ ডব্লিউপি অত্যন্ত কার্যকরী।

কার্যকারিতাঃ
• তাসলা ১০ ডব্লিউ পি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন হওয়ায় স্প্রে করে ক্ষতিকর পোকার গায়ে লাগলে সাথে সাথে এবং পরবর্তিতে পোকার পেটে গেলে পোকা মারা যায়।
• তাসলা ১০ ডব্লিউ পি সকল প্রকার মশা ধ্বংসে কার্যকর। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকনগুনিয়া প্রভৃতি রোগ থেকে রক্ষা পাওয়া যায়।
• তাসলা ১০ ডব্লিউ পি সফলভাবে মাছি দমন করে, ফলে মাছি বাহিত রোগজীবাণুসমূহ হতে মুক্ত থাকা যায়।
• তাসলা ১০ ডব্লিউ পি ঘরের তেলাপোকা, ছারপোকা ও পিঁপড়ার উপদ্রব দমনেও সমানভাবে কার্যকরী।

ব্যবহারবিধিঃ
• সকল প্রজাতির মশা, মাছি, তেলাপোকা, ছারপোকা ও পিঁপড়া দমনে ২-৩ লিটার পানিতে ৩০ গ্ৰাম তাসলা ১০ ডব্লিউ পি মিশিয়ে স্প্রে করে প্রয়োগ করুন।
• তাসলা ১০ ডব্লিউ পি ছিটিয়ে ব্যবহার না করে অবশ্যই স্প্রে করে ব্যবহার করতে হবে।
• তাসলা ১০ ডব্লিউ পি প্যাকেটের সম্পূর্ণ কীটনাশকটি অনুমোদিত মাত্রায় পানি নিয়ে কাঠি বা অন্য কিছু দিয়ে ভালো করে মিশিয়ে বাড়ির ভেতরের দেয়াল, আসবাবপত্রের পেছনে ও মেঝেতে স্প্রে করতে হবে।

নির্দেশনাঃ
• তাসলা ১০ ডব্লিউ পি বাড়ির ভেতরে স্প্রে করার পাশাপাশি বাইরের দেয়াল, আশেপাশের ড্রেন, নালা, ডোবা, গর্ত এবং যেখানে বৃষ্টির পানি জমে সেসব জায়গায় ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে। এতে করে মশা ও মাছির জন্মের হার কমে যাবে এবং দীর্ঘদিন উৎপাত থেকে মুক্ত থাকা যাবে। প্রয়োজনবোধে ১-২ মাস পর পর একই নিয়মে পূনরায় তাসলা ১০ ডব্লিউ পি স্প্রে করুন।
• তাসলা ১০ ডব্লিউ পি মানুষ ও গবাদি পশুর জন্য বিষাক্ত। কাজেই শিশু ও গবাদি পশুর খাদ্যের সংস্পর্শ থেকে নিরাপদে রাখুন।
• তাসলা ১০ ডব্লিউ পি এর গন্ধ ও স্বাদ নেওয়া, গায়ে লাগানো, খালি গায়ে ও খালি হাতে ছিটানো এবং ছিটানোর সময় পানাহার বা ধূমপান নিষেধ।
• স্প্রে করার সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুন, যেমন- নাক-মুখ ঢেকে নিন, হাতে দস্তানা বা পলিথিন জড়িয়ে নিন। স্প্রে শেষে পোশাক-পরিচ্ছদ ও শরীর ভালভাবে ধুয়ে ফেলুন।
• সরাসরি খাদ্যের উপর কিংবা যেখানে খাদ্যদ্রব্য রাখা হয়, সেসব জায়গায় তাসলা ১০ ডব্লিউ পি স্প্রে করা যাবে না।
• তাসলা ১০ ডব্লিউ পি স্প্রে করা জায়গায় কমপক্ষে ১ ঘন্টা লোকজনকে প্রবেশ করতে দিবেন না এবং ম্যাট্রেস, আসবাবপত্র, বিছানাপত্র ইত্যাদি সম্পূর্ণ শুকানোর পর ব্যবহার করুন।